৮ বছর পর শুরু হচ্ছে পেসার হান্ট!

0

স্পোর্টস ডেস্ক, ৮ অক্টোবর : পেসার হান্ট প্রোগ্রাম যার মাধ্যমে উঠে এসেছিলেন আমাদের রুবেল হোসেন, সফিউল ইসলামসহ বেশ কয়েকজন তারকা পেসার। ২০০৫। এরপর ২০০৭। এই দুইবারই হয়েছিল পেসার হান্ট এরপর এই প্রোগ্রাম মুখ থুবড়ে পড়ে। গেল ৮ বছরেও হয়নি পেসার হান্ট। তবে আবারো আলোর মুখ দেখার অপেক্ষায় এই কার্যকর প্রোগ্রামটি। তেমনটিই আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার বিসিবির ১২তম সভা শেষে এ বিষয়ে তিনি বলেন, আমরা আবার পেসার হান্ট শুরু করতে যাচ্ছি। সারা দেশ থেকে ফাস্ট বোলার খুঁজে বের করা হবে। এখনও শুরুর তারিখ ঠিক হয়নি, তবে এই বছরই হবে।

এর আগে পেসার হান্ট হয়েছিল গ্রামীনফোনের পৃষ্ঠপোষকতায়। এবার অবশ্য হবে রবির পৃষ্ঠপোষকতায়। এ বিষয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, রবি প্রস্তাব পাঠিয়েছে। তাদের সঙ্গে কথা বলে শিগগিরই সব কিছু চূড়ান্ত হবে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',