৬ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল ২০১৫-২০১৬

0

স্পোর্টস ডেস্ক, ৯ সেপ্টেম্বর : ৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের তৃতীয় আসর। নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। এর মধ্যে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে। ঢাকার মালিকানা পাচ্ছে বেক্সিমকো। চট্টগ্রামেরটা ডিবিএল গ্রুপ আর বরিশালের মালিকানা পাচ্ছে এক্সিওম টেকনোলোজিস।

ভদ্র লোকের খেলায় অভদ্রদের আনাগোনার আভাষটা পাওয়া গিয়েছিল। গর্ত খুঁড়তে গিয়ে সাপের দেখাও মিলেছে। স্পট ফিক্সিংয়ের করাল থাবায় এক বছর বন্ধ থাকে বিপিএল ক্রিকেট।

আলোর মুখ দেখতে চলেছে তৃতীয় আসর। আগের সাত ফ্র্যাঞ্চাইজির পাঁচটাকেই বাদ দেয়া হয়েছে। টিকে গেছে কেবল রংপুর রাইডার্স ও সিলেট রয়্যালস। ওদের সাথে নতুন ফ্র্যাঞ্জাইজি তিনটা। ঢাকার মালিকানা বেক্সিমকোর, চট্টগ্রামের ডিবিএল গ্রুপ, বরিশালের এক্সিওম টেকনোলোজিস।

আগের নামেই খেলবে রংপুর ও সিলেট। তবে, ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের দলের নাম চূড়ান্ত হয়নি। দ্বিতীয় আসরে ছিল সাতটি দল। এবার কমছে একটা।

বিপিএলের তৃতীয় আসর শুরু হবে নভেম্বরে। প্রথম দুই আসরে ক্রিকেটার বাছাই নিলামে হলেও এবার  হবে প্লেয়ার বাই চয়েসে। ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হলেই শুরু হয়ে যাবে এ প্রক্রিয়া।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',