Search
Thursday 18 August 2022
  • :
  • :

হোয়াইট ওয়াশ এড়াতে আজ মাঠে নামছে ভারত

হোয়াইট ওয়াশ এড়াতে আজ মাঠে নামছে ভারত

স্পোর্টস ডেস্ক, ৮ অক্টোবর : সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার মাঠ ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে।

এর আগে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে সাউথ আফ্রিকা। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে মরিয়া হয়েই খেলবে ভারত।

কটকে দর্শক হাঙ্গামার কথা মাথায় রেখে ইডেন গার্ডেনসে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রেখেছে সিএবি ও বিসিসিআই।

দ্বিতীয় ম্যাচে প্রোটিয়া বোলারদের তোপের মুখে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় মাহেন্দ্র সিং ধোনির দল। তাই শেষ ম্যাচে ভারতীয় টপ অর্ডারের ওপরেই থাকবে বাড়তি দায়িত্ব। অন্যদিকে সিরিজ জিতে নির্ভার রয়েছে প্রোটিয়ারা। শেষ ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সাউথ আফ্রিকা দলের।

প্রথম ম্যাচে ভারত ২০০ রানের বিশাল টার্গেট দিলেও এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনির ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা।

ভারত ও সাউথ আফ্রিকা মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ অনুষ্ঠিত হবে।  খেলা দেখাবে, স্টার স্পোর্টস-১ ও ৩।
Leave a Reply

Your email address will not be published.