হাল্কের গোলে ব্রাজিলের কষ্টার্জিত জয়

0

স্পোর্টস ডেস্ক : কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। খেলার প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় হাল্কের একমাত্র গোলে জয় এনে দেয় ব্রাজিলকে।

শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সিও হ্যারিসনের রেডবুল এরিনাতে ম্যাচটি শুরু হয়।

আজকের ম্যাচে নতুন ৭ ফুটবলারকে নিয়ে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। একইসঙ্গে এই ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ম্যাচে ফিরছেন দলীয় অধিনায়ক নেইমার। গত জুনে সমাপ্ত কোপা আমেরিকায় কলম্বিয়ান খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন এই বার্সা তারকা।

কোস্টারিকার পরে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কার্লোস দুঙ্গার শিষ্যরা। এরপর অক্টোবর মাসে ২০১৮ রাশিয়ার বিশ্বকাপের বাছাইপর্বে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। তার আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে সেলেকাওরা।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',