স্পোর্টস ডেস্ক, ২০ সেপ্টেম্বর : ম্যাচের বাকি থাকবে আরও এক দিন। কিন্তু রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম ফলাফল দেখে ফেলতে পারে আজই। কাল দ্বিতীয় দিনে স্বাগতিক রাজশাহীর সামনে জয়ের জন্য ৩৭০ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল। এর আগে ৩১ রানে ৬ উইকেট নিয়ে রাজশাহীর প্রথম ইনিংসটা ৯৩ রানে শেষ করে দিয়েছেন বরিশালের পেসার তৌহিদুল ইসলাম।
দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে অবশ্য দুই দিনেও শেষ হয়নি সিলেটের প্রথম ইনিংস। ফতুল্লায় বৃষ্টিবিঘ্নিত দিন শেষে স্কোর ৮ উইকেটে ৩৫২। বগুড়ায় ঢাকা মহানগরের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে রংপুর। ধীমান ঘোষের অপরাজিত ৮৫ রানের সৌজন্যে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের রান ৫ উইকেটে ২৬৬। খুলনায় ঢাকাকে ১৮৭ রানে অলআউট করে ৪ উইকেটে ১৬৮ রানে দিন শেষ করেছে স্বাগতিক দল।
এক তৌহিদুলেই শেষ রাজশাহীর প্রথম ইনিংস। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার নাজমুল হোসেনকে (শান্ত) ফেরান সোহাগ গাজী। প্রথম ইনিংসে রাজশাহীকে এক শর নিচে থামিয়ে দিতে বাকি কাজটা গোলাম কবিরকে সঙ্গে নিয়ে করেছেন তৌহিদুল। দুই পেসারের দাপটে মাত্র ২৪ রানে ৬ উইকেট হারায় স্বাগিতক দল।
অধিনায়ক মুশফিকুর রহিম (৮০ বলে ৩২) লড়াইটা না করলে রাজশাহী হয়তো এক শর কাছাকাছিও যেত না। অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৬০ রানে অলআউট বরিশালও। অধিনায়ক ফজলে রাব্বি বিপর্যয়ের কারণটা জানেন, ‘আমরা একটু তাড়াহুড়া করেছি বলেই এই বিপর্যয়।’
গরমের কারণে আবারও ফিল্ডিংয়ে নামতে চাননি বলে ফলোফন করাননি রাজশাহীকে। তবে প্রথম ইনিংসের ৩০২ রানের সৌজন্যে রাজশাহীর সামনে ৩৭০ রানের লক্ষ্য দিতে পেরেছে বরিশাল। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে রাজশাহীর রান বিনা উইকেটে ২৫।