Search
Wednesday 6 July 2022
  • :
  • :

হানিফ সংকেত-এর ‘ভুল থেকে নির্ভুল’

হানিফ সংকেত-এর ‘ভুল থেকে নির্ভুল’

বিনোদন ডেস্ক, ১০ অক্টোবর : বরেণ্য নির্মাতা হানিফ সংকেত-এর রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘ভুল থেকে নির্ভুল’ এটিএন বাংলায় প্রচার হবে আজ রাত ৮টা ৫০ মিনিটে। হানিফ সংকেতের নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য।

নাটকের গল্পে দেখা যাবে, ক’জন তরুণ-তরুণী তাদেরই এক বন্ধুর অনুরোধে তারা গ্রামের বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে তারা বন্ধুর ফুফুর বাড়িতে এক সপ্তাহ অবস্থান করে। গ্রামে গিয়ে তাদের দেখা মেলে আর এক তরুণের সঙ্গে, যে গ্রামকে প্রচণ্ড ভালোবাসে এবং গ্রামের মানুষও তাকে ভালোবাসে।

শহুরে জীবনে বেড়ে ওঠা এসব তরুণ-তরুণীদের গ্রামে অবস্থানকালে ঘটতে থাকে নানা অম্ল-মধুর ঘটনা। সেইসব বিষয় নিয়েই গড়ে উঠেছে ‘ভুল থেকে নির্ভুল’ নাটকের গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পী ডলি জহুর, মীর সাব্বির, কুসুম সিকদার, ড. এনামুল হক, আব্দুল কাদের, সাবেরী আলম, শিরিন আলম, সুভাশিষ ভৌমিক, নিসা, সাজ্জাদ সাজু, জামিল, ফাহিম ও নজরুল ইসলামসহ অনেকে।

নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। আবহসঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। উলেখ্য, নাটকটি এর আগে গত ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলার প্রচারিত হয়।
Leave a Reply

Your email address will not be published.