সাভারে ভবন ধসে ১ জন নিহত

0

সাভার, ২৩ সেপ্টেম্বর : সাভারের ধামরাইয়ে রাইজিং গ্রুপের একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ ধসে একজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। বুধবার ভোর রাতে ধামরাইয়ে বাথুলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহত হওয়া ব্যক্তিরা নির্মাণশ্রমিক বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, রাইজিং গ্রুপের নির্মাণাধীন দুটি ভবনের মধ্যকার সংযোগ সেতু ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই অভিযানে অংশ নেয় সাভার ও আশুলিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। ধামরাই পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, ভবন ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে কয়েকজন আটকে থাকতে পারেন। সেখানে উদ্ধার কাজ চলছে। তবে তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানাতে পারেননি তিনি।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',