স্পোর্টস ডেস্ক, ৯ অক্টোবর : সাবেক বিশ্বসেরার বিরুদ্ধে বর্তমান বিশ্বসেরারা। চীনা ওপেনে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, এমন প্রত্যাশাই ছিল। সেটাই হল।
বুধবার তিন সেটের লড়াই শেষে সাবেক বিশ্বসেরা সারা ইরানি ও ফ্লাভিয়া পেনেত্তা জুটিকে ১-৬, ৬-৪, ১০-৬ হারিয়ে সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস দেখিয়ে দিলেন কেন তাদের জুটি এখন বিশ্বের এক নম্বর। মৌসুমে সাতটা ট্রফি জিতলেও সানিয়া-মার্টিনা এত কড়া প্রতিপক্ষের মুখোমুখি কমই হয়েছেন।
এ দিনের লড়াই জিতে কোয়ার্টার ফাইনালে উঠল ইন্দো-সুইস জুটি। ওয়েবসাইট।