সরকারের উচিত ছিলো নতুন করে পরীক্ষা নেওয়া : এরশাদ

0

ঢাকা, ২২ সেপ্টেম্বর : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ বলেছেন, মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অনাকাঙিক্ষ ঘটনা। সরকারের উচিত ছিল নতুন করে পরীক্ষা নেওয়া।

তবে ফলাফল প্রকাশের পর এ নিয়ে আর কোনো সিদ্ধান্ত বদল হতে পারে বলে মনে করেন না তিনি।
মঙ্গলবার দুপুরে ঈদ পালন উপলক্ষে রংপুরে আসেন জাতীয় পার্টি চেয়ারম্যান। এ সময় তার বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, যারা ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে ডাক্তার হবেন, তারা মানুষের সেবা না করে চিকিৎসা ব্যবসায় জড়িয়ে পড়বেন।

এছাড়া বর্তমান বিশ্ববিদ্যালয় শিক্ষকের আন্দোলনসহ স্কুল-কলেজ শিক্ষকদের আন্দোলনকেও যৌক্তিক বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বলেন, শিক্ষকদের দাবি সরকারের মেনে নেয়া উচিত।
বিভিন্ন ঘটনায় দায়মুক্তির বিষয়ে এরশাদ বলেন, সরকার এভাবেই দেশ চালাচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ এবং জেলা ও মাহানগর নেতৃবৃন্দ।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',