Search
Wednesday 6 July 2022
  • :
  • :

শিক্ষকদের সঠিক জ্ঞানের অভাব : অর্থমন্ত্রী

শিক্ষকদের সঠিক জ্ঞানের অভাব : অর্থমন্ত্রী

ঢাকা : আলাদা বেতন স্কেলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকে দুঃখজনক বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে তিনি বলেছেন, নিজেদের বেতন স্কেল সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে তারা আন্দোলন করছেন।

তবে তাদের দাবির বিষয়টি সরকার দেখবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতন কার্যকরের ঘোষণায় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। সেসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে  অর্থমন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামোতে অসামঞ্জস্য রয়েছে।

‘বিশ্ববিদ্যালয়গুলোর বড় পদেও অতিরিক্ত সংখ্যক শিক্ষক নিয়োজিত আছেন। যেটা থাকার কথা নয়। এটা হওয়ার কথা উল্টো পিরামিড সিস্টেমের মতো। উপরের পদে কম সংখ্যক শিক্ষক থাকবেন, নীচের পদগুলোতে থাকবেন বেশি সংখ্যক শিক্ষক,’ তারপরও শিক্ষকদের দাবি-দাওয়া সরকার বিবেচনা করবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

সরকারী চাকুরেদের বেতন সম্মানজনক হওয়ায় দুর্নীতি কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অর্থমন্ত্রীর মতে, অষ্টম পে স্কেল বাস্তবায়নে দ্রব্যমূল্য এবং মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না।
Leave a Reply

Your email address will not be published.