স্পোর্টস ডেস্ক, ১০ অক্টোবর : লুক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়ে ইউরো ২০১৬’র চূড়ান্ত পর্বে উঠেছে গত দুই আসরের চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচে সান্তি কাজরোলা ও পাকো আলকাসের দু’জনেই দুটি করে গোল করেছেন। লুক্সেমবার্গ ও স্পেন ইউরো বাছাই পর্বের ‘সি’ গ্রুপে রয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এ ম্যাচের শুরুতেই অবশ্য ধাক্কা খেয়েছিল স্পেন। চোটের কারণে ম্যাচের দশ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হন মিডফিল্ডার ডেভিড সিলভা। কিন্তু তারপরেও ম্যাচের ৪২ মিনিটে সান্তি কাজরোলার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে লা রোজারা।
আলভারো মোরাতার পরিবর্তে নামা আলকাসের ম্যাচের ৬৭ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল করেন। পরে এই দুইজন আরো ১টি করে গোল করলে ৪-১ গোলে জয় পায় স্পেন।