লন্ডনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

0

লন্ডন, ১৫ সেপ্টেম্বর : পূর্ব লন্ডনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকারিয়া ইসলাম নামে এক বাংলাদেশি মারা গেছেন। গত সোমবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স ৪৬ বছর। তার স্ত্রী ও ৩ মেয়ে রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, হোইটচ্যাপেল এর ৮-১০ গ্রেটরেকস স্ট্রিটের গ্রেটরেকস বিজনেস সেন্টারে দোতলায় জাকারিয়া ইসলামের অফিসে অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে। এ সময় তিনি নিজেকে রক্ষা করতে চেষ্টা করেন।

এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তিনি ছুরিকাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন এবং হামাগুড়ি দিয়ে পাশের রুমে গিয়ে সেখানকার লোকজনকে তাকে রক্ষা করতে বলেন। তারা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি সন্ধ্যা পৌনে ৭ টায় মারা যান। হাতাহাতির এক পর্যায়ে অজ্ঞাত ব্যক্তিও আহত হয়।

এরপর আশেপাশের লোকজন পুলিশকে খবর দিলে তারা আহত দুষ্কৃতিকারীকে আটক করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পর সিসিটিভি চেক করে পুলিশ দেখতে পায়, ওই ব্যক্তি জাকারিয়া ইসলামের অফিসে প্রবেশের আগে একটি ব্যাগ হাতে কয়েকবার আশেপাশে ঘুরাঘুরি করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনো তা জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

নিহতের জানাজা আগামীকাল বুধবার ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নিহত জাকারিয়া ইসলামের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের চন্দ্রপুরে।

উল্লেখ্য, পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে গত এক মাসের মধ্যে এটি তৃতীয় খুনের ঘটনা ।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',