স্পোর্টস ডেস্ক, ৯ সেপ্টেম্বর : ওয়েন রুনির রেকর্ড গড়ার দিনে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। থ্রি লায়ন্সরা ২-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে। এবং মেসিডোনিয়াকে ১-০ গোলে হারিয়ে “সি” গ্রুপ থেকে মূল পর্ব নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। হোঁচট খেয়েছে ইব্রাহিমোভিচের সুইডেন। অস্ট্রিয়া ৪-১ গোলে হারিয়েছে সুইডেনকে। ফলে “জি” গ্রুপে ৮ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সুইডেনের মূল পর্বে ওঠার স্বপ্নটা অনেকটাই ফিকে হয়ে গেল।
আগেই স্পর্শ করেছিলেন কিংবদন্তি স্যার ববি চার্লটনকে। এর তিন দিন পরই ১৯৬৬’র বিশ্বকাপ জয়ী স্ট্রাইকারকে ছাড়িয়ে গেলেন। ইংল্যান্ডের জার্সি গায়ে করলেন ৫০টি গোল। নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। বলছিলাম ইংল্যান্ডের ২৯ বছর বয়সী অধিনায়ক ওয়েন রুনির কথা।
ফ্রান্সের টিকিট আগেই কাটা হয়ে গিয়েছিলো ইংল্যান্ডের। ফলে ওয়েম্বলি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারাবাহিকতার সাথে আলোচনায় ছিলো রুনির রেকর্ড গড়ারা সম্ভাবনা। তবে, ম্যাচের শুরু থেকে আগ্রাসী হজসনের শীষ্যরা ব্যর্থ হয় সফরকারীদের রক্ষণ দুর্গে ফাটল ধরাতে। ফলে, গোল শূন্য থেকেই বিরতিতে যায় দু’দল। ৬৭ মিনিটে বদলি মিডফিল্ডার কেইনের গোলে লিড পায় ফ্রি লায়ন্সরা।
৮৩ মিনিটে ডি বক্সের মধ্যে রহিম স্টার্লিংকে অবৈধভাবে বাধা দেন সফরকারী মিডফিল্ডার জাকা। পেনাল্টি উপহার দেন স্বাগতিকদের। যা থেকে গোল করতে ভুল করেননি থ্রি লায়ন্স স্ট্রাইকার ওয়েন রুনি। ব্যক্তিগত রেকর্ড গড়ার সাথে স্বাগতিকদের লিডটা দ্বিগুণ করেন এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে টানা ৮ম জয় নিয়ে মাঠ ছাড়ে থ্রি লায়ন্সরা।
অন্যম্যাচে, টেবিলের তলানির দল মেসিডোনিয়া আতিথ্য দেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে। প্রথম লেগে ৫-১ গোলের জয় থেকে অনুপ্রেরণা নিয়ে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী দেল বস্কের শীষ্যরা। সুফলও আসে দ্রুত ৮ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার হুয়ান মাতার শর্ট ক্রসবারে লেগে জালে জড়ালে লিড পায় সফরকারীরা।
৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারায় লা রোজারা। এবার, ক্রস বারে লেগে ফিরে আসে দানিয়েল কারবাহালের শট।
দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের জমাট রক্ষণ দুর্গের সামনে ব্যর্থ হতে থাকে লা রোজাদের সব আক্রমণ। ফলে মাতার একমাত্র গোল মূলপর্বে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে স্পেন।