স্পোর্টস ডেস্ক, ১০ অক্টোবর : আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। টুয়েন্টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেন দক্ষিণ আফ্রিকার পেস বোলাররা। তাতেই ভেঙ্গে পড়ে বিশ্বখ্যাত ভারতীয় ব্যাটিং লাইন-আপ। মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ওই ম্যাচে প্রোটিয়া তিন পেসার আলবি মরকেল ৩টি, ক্রিস মরিস ২টি ও কাগিসো রাবাদা ১টি উইকেট নেন।
এই তিন পেসারের তোপেই ভেঙ্গে গেছে ভারতের ব্যাটিং-লাইনআপ। টি- টুয়েন্টি সিরিজে না খেললেও, ওয়ানডেতে খেলবেন দলের অন্যতম দুই পেস তারকা ডেল স্টেইন ও মরনে মরকেল। দ্রুত গতির পেস দিয়ে কিভাবে ভারতীয় ব্যাটসম্যানদের বেকাদায় ফেলেন স্টেইন ও মরকেল, সেদিকেই চোখ থাকবে সকলের।
অধিনায়ক হিসেবে ক্রিকেটের সবচেয়ে সেরা তিন শিরোপাই জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। টি- টুয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এমনকি টেস্ট ফরম্যাটেও বেশ কিছুদিন তার নেতৃত্বে র্যাকিং এর শীর্ষে ছিল ভারত। অধিনায়ক হিসেবে সাফল্যের পাল্টা বেশ ভারিই রয়েছে ধোনির। কিন্তু অধিনায়ক হিসেবে সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না ধোনির।
বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে ভারত। এরপর দেশের মাটিতে দড়্গিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজও ২-০ ব্যবধানে হারে টিম ইন্ডিয়া। তাই চাপটা বেশ ভালোভাবেই ঘিরে ধরেছে ধোনিকে। তবে চাপকে জয় করার সামর্থ্য আছে তার। অতীতে এমন প্রমাণ বহুবার দিয়েছেন তিনি। তাই আসন্ন সিরিজে ধোনির উপর স্পট লাইটটা যে থাকবে তা বলার অপেক্ষা রাখে না।
স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সুবিধা নিতে চায় ভারত। তাই সিরিজ শুরুর আগেই স্পিন বান্ধব উইকেট চেয়ে বক্তব্যও দিয়েছেন ধোনি। তিনি বলেছেন, এটা হোম সিরিজ। তাই স্বাগতিক হবার সুবিধা কাজে লাগাতে হবে। আমরা পিচে অনেক বেশি ঘাষ চাই না। স্পিন বান্ধব উইকেট চাই আমরা।
টি- টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেদের পুরোপুরি মেলে ধরতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। এর প্রভাব ওয়ানডে সিরিজে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই ওয়ানডে সিরিজে নিজেদের কত বেশি মেলে ধরতে পারে সেটির দিকে অনেকেরই লক্ষ্য থাকবে।
তিন ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার ভিন্ন ভিন্ন অধিনায়ক। টি-২০ সিরিজে অধিনায়কত্ব করেছেন ফাফ ডু-প্লেসিস। আর ওয়ানডে সিরিজে দলপতির দায়িত্ব পালন করবেন এবি ডি ভিলিয়ার্স। তাই ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে বড় এক পরীক্ষাই দিতে হবে ডি ভিলিয়ার্সকে।