বিনোদন ডেস্ক, ২২ সেপ্টেম্বর : বলিউড অভিনেতা এবং পরিচালক ফারহান আখতার ও অভিনেতা রণবীর কাপুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। একটি ‘প্রতারণাকারী’ অনলাইন শপিং সাইটের হয়ে প্রচার করার অভিযোগে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার এবিপিআনন্দ এক খবরে জানিয়েছে, রজত বনশাল নামের একজন আইনজীবী তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় জালিয়াতি ও ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গের অভিযোগে ফৌজদারি মামলা রুজু করেছেন।
শুধু ফারহান বা রণবীরই নয়, অভিযোগ দায়ের করা হয়েছে ওই অনলাইন শপিং সংস্থা- এর ডিরেক্টর সঞ্জীব গুপ্ত, আনন্দ সোনভদ্র, পিযুষ পঙ্কজ, কিরণ কুমার শ্রীনিবাস মুর্তি এবং মার্কেটিং অফিসার পূজা গয়ালের বিরুদ্ধেও।
পুলিশ জানিয়েছে, ওই আইনজীবী গত ২৩ অগাস্ট অনলাইনে একটি ৪০ ইঞ্চি এলইডি টিভি অর্ডার দিয়েছিলেন। এর জন্য অগ্রিম ২৯,৯৯৯ টাকা ডেবিট কাডের্র মাধ্যমে দিয়েও দিয়েছিলেন তিনি। সেটির বিলও হাতে রয়েছে তার। কথা ছিল, ১০ দিনের মধ্যে টিভিটি হাতে পেয়ে যাবেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কথা না মেলায় ওই শপিং সাইটের কর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এর সঙ্গে বাদ যাননি বলিউডের এই দুই তারকাও।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় মুখ খোলেননি ওই শপিং সংস্থার আধিকারিকরা।