যশোর, ১৮ সেপ্টেম্বর : যশোর সদর উপজেলার রাজারহাটে অগ্রণী ব্যাংকের গ্রিল ভেঙ্গে ২১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ জানান, রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ৫-৬ দুর্বৃত্ত দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে অগ্রণী ব্যাংকের রাজারহাট শাখায় গিয়ে দায়িত্বরত দু’জন নৈশপ্রহরীকে মারপিট করে বেঁধে রাখে। পরে তারা ব্যাংকের গ্রিল ভেঙ্গে ভেতরে ঢুকে ২১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এসআই আরো জানান, নৈশপ্রহরী বিশ্বজিৎ ও শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্বজিতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ব্যাংকের মধ্যে একটি দোনলা বন্দুক থাকলেও দুর্বৃত্তরা সেটি নেয়নি।