আন্তর্জাতিক ডেস্ক, ৪ অক্টোবর : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, তার বাহিনী ইরানের জনগণের মুসলিম মর্যাদা রক্ষার জন্য প্রস্তুত রয়েছে। যেকোনা সময় নির্দেশ দিলে আইআরজিসি সেভাবে কাজ করবে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
জেনারেল জাফারি বলেন, সর্বোচ্চ নেতার ইচ্ছা অনুযায়ী যেকোনো বিষয়ে কঠোর ও দ্রুত জবাব দেয়ার জন্য আইআরজিসি সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। সৌদি শাসকদেরকে মিনার ঘটনার দায় নিতে বাধ্য করতেও আইআরজিসি প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “আমরা শুধু নির্দেশের অপেক্ষা করছি।
ইরানের এ জেনারেল বলেন, মিনা ট্রাজেডিতে নিহত ৪৬৫ জন ইরানি হাজির মৃত্যুর বিষয়ে প্রতিশোধ নেয়ার চেষ্টা করবে আইআরজিসি। তিনি আরো বলেন, সৌদি শাসকদের অপরাধের কারণে ইয়েমেন, বাহরাইন, ইরাক ও সিরিয়ার জনগণ পর্যুদস্ত হয়ে পড়েছে। শিগগিরি সৌদি সরকার মুসলিম দেশগুলোর ক্ষোভের আগুনে জ্বলে ছারখার হবে বলেও তিনি মন্তব্য করেন। সূত্র : আইআরআইবি