মাশরাফির জন্য মুশফিকের দোয়া প্রার্থনা

0

স্পোর্টস ডেস্ক, ১০ অক্টোবর : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন মাশরাফি বিন মুর্তজা। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে মাশরাফির অসুস্থতা নিয়ে শেষ স্ট্যাটাসটি দিয়েছেন মুশফিক। দোয়া চেয়েছেন সবার কাছে। লিখেছেন, অসুস্থতা থেকে মাশরাফি যেন দ্রুত সেরে উঠতে পারে তাই তার জন্য দোয়া করুন দয়া করে। শিগগিরই সেরে ওঠো ম্যাশ…।

দীর্ঘদিন ধরে একসাথে খেলছেন বলে মাশরাফি ও মুশফিকের মধ্যে বন্ধনটা দৃঢ়। মাঠে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করেন তারা। এখন মাশরাফি বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তবে গত বছর তিনি দায়িত্বটা পান মুশফিকের কাছ থেকেই। মুশফিকের ওপর থেকে চাপ কমাতে সীমিত ওভারের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় মাশরাফিক কাঁধে।

মাশরাফি এখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, খুব গুরুতর কিছু নয়। সাত থেকে ১০ দিনের মধ্যে মাশরাফি সুস্থ হয়ে উঠতে পারবেন বলে আশা করছেন তারা।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',