আন্তর্জাতিক ডেস্ক, ১১ সেপ্টেম্বর : সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদে আল হারামে ক্রেন ভেঙে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো বহু মানুষ। এ ঘটনায় কোনো বাংলাদেশি শ্রমিক বা মুসল্লির হতাহতের খবর এখনো জানা যায়নি।
প্রাথমিকভাবে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে সৌদি গেজেট পত্রিকা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
পত্রিকাটি আরো জানায়, পবিত্র হজ পালনের আগমুহূর্তে মসজিদে আল হারামে নির্মাণকাজ চলছিল। এ সময় ক্রেন শ্রমিকদের থাকার জায়গার ওপর ভেঙে পড়ে। ভারি বৃষ্টি ও ঝড়ে এই দুর্ঘটনা ঘটে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে তারা।