Search
Thursday 7 July 2022
  • :
  • :

ভারত-বাংলাদেশ ‘এ’ দল মুখোমুখি হচ্ছে আজ

ভারত-বাংলাদেশ ‘এ’ দল মুখোমুখি হচ্ছে আজ

স্পোর্টস ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : ভারতের ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেতে আজ বুধবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ  ‘এ’ দল। ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

‘বাংলাদেশ ‘এ’ দলের ভারত জয়ের বিষয়ে আশাবাদী সাবেক ক্রিকেটার আতহার আলী খান। অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতির দারুণ সুযোগ বলে মনে করেন তিনি। ঘরের মাটিতে ওয়ানডের পারফরমেন্স ভারতেও বজায় থাকবে বলে আশাবাদ তার।’

প্রথম ম্যাচটি ১৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮ ও ২০ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ এবং কর্ণাটক দলের বিপক্ষে একটি তিনদিনের ম্যাচ খেলতে ভারতে গেছে বাংলাদেশ ‘এ’ দল। ১৫ সদস্যের এই দলে কেবল সাকলাইন সজীবের নেই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা।

অন্যদিকে ভারত ‘এ’ দলে রয়েছেন বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার। তাই অস্ট্রেলিয়া সিরিজের আগে এই প্রস্তুতির দারুণ সুযোগ বলে মনে করছেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান।
Leave a Reply

Your email address will not be published.