স্পোর্টস ডেস্ক, ২০ সেপ্টেম্বর : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ‘এ’ দল ৪০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেছে। আজ সিরিজ নির্ধারণী ম্যাচ। এর আগে সিরিজে ১-১ সমতায় রয়েছে উভয় দল। আরাফাত সানি, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন ১টি করে উইকেট নেন।
রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে ভারতীয় ‘এ’ দল। শুরুতেই ওপেনার আগারওয়ালের উইকেট হারালেও প্রতিরোধ গড়েছেন উন্মুখ চাঁদ ও সানজু স্যামসন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬.৫ ওভার শেষে ভারতীয় ‘এ’ দলের সংগ্রহ ১ উইকেটে ৭৬ রান। ব্যাট করছেন উন্মুখ চাঁদ (৩৫) ও সানজু স্যামসন (২৪)। দলীয় ৫ রানে আগারওয়ালকে (৪) লিটনে দাসের ক্যাচ বানিয়ে বিদায় করেন শফিউল ইসলাম। দ্বিতীয় উইকেটে আঘাত আনেন আরাফাত সানি।
বাংলাদেশ ‘এ’ দল : মুমিনুল হক, নাসির হোসেন, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, আরাফাত সানী, রুবেল হোসেন, রনি তালুকদার, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম।
ভারত ‘এ’ দল: উন্মুখ চাঁদ (অধিনায়ক), মানাক আগারওয়াল, সুরেশ রায়না, কেদার যাদব, সানজু স্যামসন, কুলদীপ যাদব, কর্ণ শর্মা, রিশি ধাওয়ান, এস অরবিন্দ, ধাওয়াল কুলকার্নি ও গুরকিরাত সিং মান।