স্পোর্টস ডেস্ক, ৯ সেপ্টেম্বর : বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে বছরের শেষ গ্রান্ডস্ল্যামের সেমি ফাইনালের টিকিট কেটেছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। এবং ছেলেদের এককে সেমি ফাইনাল নিশ্চিত করেছেন আসরের শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ও বর্তমান চ্যাম্পিয়ন মেরিন সিলিচ।
বড় বোন ভেনাসের বিপক্ষে জয়ের পরিসংখ্যানটা ১১ হারের বিপরীতে ১৫টি জয় হলেও, বর্তমান র্যাঙ্কিংয় যোজন যোজন এগিয়ে থেকে কোর্টে নামেন সেরেনা উইলিয়ামস। আর ফর্মের ব্যবধান স্পষ্ট করতেই কিনা ৬-২ গেমে প্রথম সেট নিজের করে নেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা।
তবে, ৬-১ গেমে দ্বিতীয় সেট নিজের করে নিয়ে অঘটনের ইঙ্গিত দিয়েছিলেন আসরের ২৩তম বাছাই ভেনাস। কিন্তু শেষ পর্যন্ত ৬-৩ গেমে ৩য় সেটের সাথে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করেন ২১টি গ্রান্ডস্ল্যাম জয়ী সেরেনা।
অন্যদিকে, ছেলেদের এককে বর্তমান চ্যাম্পিয়ন মেরিন সিলিচ প্রায় ৪ ঘণ্টার ম্যারাথন ম্যাচে ৬-৪,৬-৪,৩-৬, ৬-৭ ও ৬-৪ গেমে হারিয়েছেন ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে।