স্পোর্টস ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : আবারো বোমা ফাটালেন আর্জেন্টিনার সাবেক ফুটবল সুপার স্টার দিয়াগো ম্যারাডোনা। তিনি বলেছেন, ফিফা সভাপতি সেফ ব্লাটার এবং ওই পদের পদপ্রার্থী উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি মুদ্রার এপিট-ওপিঠ।
ফুটবল কিংবদন্তী ম্যারাডোনা নেপোলির টেলিভিশন সম্প্রচার কেন্দ্র পিউইনিকে বলেন, ‘আমি সবকিছু থেকে বাইরে পড়ে আছি, কারণ কেউ একজন ব্লাটারকে বলেছেন আমার সব পথ রুদ্ধ করে দিতে। তবে আমি চোর নই। প্লাতিনিকে সঙ্গে নিয়ে ব্লাটার ফুটবলের অনেক ক্ষতি করেছে। তাদের একজন ফিফা ও অপরজন উয়েফাকে নিয়ে নানান ছল চাতুরি করছে। তবে বাস্তবতা হচ্ছে তারা সব সময় পাশাপাশি থেকেছে।’
১৯৮৬ সালের বিশ্বকাপ শিরোপা জয়ী নায়ক বলেন, ‘মূল বিষয় হচ্ছে কিভাবে চুরি করতে হয় ব্লাটার প্লাতিনিকে তা শেখাতে পেরেছেন।’ ৫৪ বছর বয়সী ম্যারাডোনা আরো বলেছেন, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সমর্থনের বিষয়ে ফিফার আরেক সভাপতি প্রার্থী জর্ডানের যুবরাজ প্রিন্স আলীর সঙ্গে তার একটি চুক্তি হয়েছে। সাবেক এই নেপোলি ও বার্সেলোনা তারকা বলেন, ‘তিনি (আলী) যদি নির্বাচনে জয়লাভ করেন তাহলে সহ-সভাপতি হিসেবে আমাকে সাথে রাখবেন।’