ব্যাটিংয়ে বিপর্যয়ে বাংলাদেশ ‘এ’ দল: ২০১/৬ (ওভার ৪২)

0

স্পোর্টস ডেস্ক, ১৮ সেপ্টেম্বর : ভারতের ‘এ’ দলের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ‘এ’ দল। নাসির হোসেন (৬৫) ও আরাফাত সানি  (১৭) রান নিয়ে ব্যাট করছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভারতের চিন্ময়স্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ভারতের বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে ৯৬ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ হারের পাশাপাশি তাসকিনকেও হারিয়েছে সফরকারীরা। ভারত বধের প্রথম মিশনের জোড়া ধাক্কা খেতে হয়েছে মুমিনুল হকের দলের।

এদিকে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে ভারতীয় ‘এ’ দলের।

সাইড স্ট্রেইনের ইনজুরিতে পরে বৃহস্পতিবার দুপুরে ঢাকা পৌঁছেছে তাসকিন। তার জায়গায় স্ট্যানবাই হিসেবে থাকা কামরুল ইসলাম রাব্বি ভারতে গিয়ে পৌঁছছেন বৃহস্পতিবার সকালে।

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে বৃহস্পতিবার অনুশীলন করেছে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজে ফিরে আসতে ঘাম ঝরানো অনুশীলন করেছে মুমিনুল হক ও নাসির হোসেনরা।

প্রথম ম্যাচের শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল। টসে জিতে ফিল্ডিং করতে নেমে মুমিনুল হকের দল ভারতের ৪ উইকেট তুলে নেয় মাত্র ৭৬ রানে। কিন্তু এরপরই নাটকীয় পরিবর্তন। সবকটি ওভার খেলে ৩২২ রান করে ভারত। ব্যাটিং সহায়ক উইকেটে ভারতের রানের চাকা সচল থাকলেও বিপরীত চিত্র বাংলাদেশ শিবিরে। টপ অর্ডারের ব্যাটসম্যান রনি তালুকদার, সৌম্য সরকার, এনামুল হক, মুমিনুল হক ও সাব্বির রহমানরা হতাশ করে। দ্যূতি ছড়ান লিটন কুমার দাস ও নাসির হোসেন। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে ভুল শুধরে নিয়েছেন সফরকারীরা। ভুলগুলোকে শুধরে মাঠে মূল পরীক্ষায় কতটুকু সফর হয় তাই দেখার বিষয়।

দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলার পর দুটি তিনদিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দল : মুমিনুল হক, নাসির হোসেন, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, আরাফাত সানী, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বী, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলায়েন সজীব, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও শুভাগত হোম চৌধুরী।

ভারত ‘এ’ দল ওয়ানডে স্কোয়াড : উন্মুখ চাঁদ (অধিনায়ক), মানাক আগারওয়াল, মণিষ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সানজু স্যামসন, করুন নায়ার, কুলদীপ যাদব, জয়ন্ত যাদব, কর্ণ শর্মা, রিশি ধাওয়ান, এস অরবিন্দ, ধাওয়াল কুলকার্নি, রুশ কালারিয়া, গুরকিরাত সিং মান।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',