বেনাপোলে নারী-শিশুসহ ২১ বাংলাদেশি আটক

0

যশোর, ১৯ সেপ্টেম্বর : যশোরের বেনাপোল-পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ২১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত পৃথক ৩টি অভিযান চালিয়ে তাদের আটক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজিত জানান, সীমান্ত পথে বেশ কিছু নারী-পুরুষ ভারত-বাংলাদেশের মধ্যে পারাপার হচ্ছে এমন খবরে বিজিবি সদস্যরা ওই সীমান্তে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা এসব নারী-পুরুষদের ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ২১ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই।

আটকদের মধ্যে তাৎক্ষণিকভাবে ২১ জনের পরিচয় জানা গেছে।

এরা হলেন, নারাণগঞ্জের মতিনের মেয়ে রিনা খাতুন (২৯), আমিনুল মোল্লার মেয়ে মিনি শেখ (৩০), নড়াইলের সেলিমের স্ত্রী ডলি খাতুন (২৬), লিয়াকতের ছেলে রাশেল খান (২০), লিয়াকতের স্ত্রী লিপি খান (৩৬), খোকনের স্ত্রী জাহানারা (২৭), ইমদাদ মোল্লার স্ত্রী রুনা আক্তার (৩০), আফজাল হোসেনের ছেলে রেজাউল (৩২), রাজবাড়ির ফরহাদের স্ত্রী শারমিন (২২), খুলনার  ইবাদত হোসেনের ছেলে রসু শেখ (২৮), যশোরের মজিদ সরকারের স্ত্রী মর্জিনা (২৫), মালেক (৪৪), আজিজের ছেলে পলাস (২৬), শহর আলীর মেয়ে সালমা (২৯), মিজানুরের ছেলে বাচ্চু শেখ (২৬), ঢাকার রকির স্ত্রী জেমি আক্তার (২৪), চিত্তরঞ্জনের ছেলে চন্দন বিশ্বাস (২৫), মনিমহনের ছেলে মনুতোষ বিশ্বাস (১৮), চট্টগ্রামের প্রিয়তম মহাজনের স্ত্রী সুখরিয়া সহাজন (৩৪), আফসারের ছেলে ইমরান (১৮) ও গাজীপুরের বাবুল খান (৪৮)।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',