স্পোর্টস ডেস্ক : পাঁচ জাতি প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে থেমেছে লাল-সবুজের জয়ধারা। বাংলাদেশের ছুড়ে দেওয়া ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বৃষ্টি আইনে জয় পায় পাকিস্তানের যুবারা। অন্যম্যাচে ইংল্যান্ড ২৩ রানে হারিয়েছে ভারতকে।
সাভারে বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি বিঘ্িনত দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। শুরুতেই উইকেট হারাতে হয়। তবে আলিমুদ্দিনের ৩৩ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে কিছুটা এগোতে পারলেও পরে নিয়মিত উইকেট বিরতিতে প্যাভিলিয়নে ফিরতে হয় বাংলাদেশের যুবাদের।
রান আউটে দশম উইকেট জুটি ভাঙলে ১৯ দশমিক ৩ ওভারে ১১২ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। দুটি করে উইকেট নেন পাকিস্তানের জাভেদ ও নিহার।
জবাব দিতে গিয়ে শুরুতে উইকেট হারালেও রানের চাকা সচল রাখেন পাকিস্তানের যুবারা। তবে ৭ ওভারে দলীয় সংগ্রহ ৪৮ রান তুলতেই আবারও বৃষ্টি বাধায় পড়ে ম্যাচ। পরে বৃষ্টি আইনে পাকিস্তানকে ২০ রানে বিজয়ী ঘোষণা করেন ম্যাচ আম্পায়ার।
তিন নম্বর গ্রাউন্ডে অপর ম্যাচে ভারতকে ২৩ রানে হারিয়েছে ইংলিশরা। ৭ সেপ্টেম্বর আফগানিস্তান ও ৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আইসিআরডি’র আয়োজনে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক শারিরীক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট।