স্পোর্টস ডেস্ক, ১১ সেপ্টেম্বর : ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় পিছিয়ে দেয়া হয়েছে ইউএস ওপেন এককের সেমিফাইনাল ম্যাচগুলো। পরিবর্তিত সময় অনুসারে নারী এককের সেমিফাইনাল মাঠে গড়াবে বাংলাদেশ রাত ৯ টায়।
পুরুষ একক অনুষ্ঠিত হবে রাত ৩টায়। নারী এককের সেমিফাইনালে রবার্তা ভিন্সির মুখোমুখি হচ্ছেন সেরিনা উইলিয়ামস। আরেক সেমিতে সিমোনা হালেপ লড়বেন প্লাভিয়া পেনেত্তার বিপক্ষে।
এক মৌসুমে চার গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষায় সেরিনা। এদিকে পুরুষ এককে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জকোভিচের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মারিন সিলিচ। আরে সেমিতে স্তানিসলাস ভাভরিঙ্কা লড়বেন রজার ফেডেরারের বিপক্ষে।