স্পোর্টস ডেস্ক, ২২ সেপ্টেম্বর : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরে খেলতে কোনো বাধা নেই পাকিস্তানি খেলোয়াড়দের। যথাসময়ে খেলোয়াড়দের ছাড়পত্র দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মঙ্গলবার লাহোরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিসিবি’র সভাপতি শাহরিয়ার খান এমনটাই জানালেন।
তিনি বলেন, বিপিএলের সঙ্গে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের কোনো সম্পর্ক নেই। বিপিএলে খেলার জন্য পাকিস্তানি খেলোয়াড়দের ছাড়পত্র দেবে পিসিবি।
গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে আলোচনা ছিল, বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান না গেলে পাকিস্তানি থেলোয়াড়দের বাংলাদেশে খেলতে অনুমতি দেবে না পিসিবি। তবে সংবাদ সম্মেলনে এমন কোনো শর্ত নেই বলে জানান তিনি।
এরআগে নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফর বাতিল করলে, দ্বিতীয় আসরে কোনো পাকিস্তানি খেলোয়াড়কে বিপিএলে খেলার অনুমতি দেয়নি পিসিবি।