ঢাকা, ৯ সেপ্টেম্বর : বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড়ি পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এএসএম রফিকুল ইসলাম জানান, দাঁতের চিকিৎসার জন্য সকালে মিজানুর রহমান মিনুকে কারাগার থেকে হাসপাতালের বহির্বিভাগে নিয়ে আসা হয়। এসময় মিনু প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে জরুরিভাবে রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
রামেক হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসক ডা. খালেক জানান, মিজানুর রহমান মিনুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।