Search
Saturday 2 July 2022
  • :
  • :

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

স্পোর্টস ডেস্ক, ২৩ সেপ্টেম্বর : আবারও বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে টাইটেল স্পন্সর হলো ওয়ালটন। তাদের পৃষ্ঠপোষকতায় আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের নাম হবে ওয়ালটন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ পাওয়ার্ড বাই মার্সেল। চার বছর পর ওয়ালটন লি. আন্তর্জাতিক সিরিজের স্পন্সর হলো।

এর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্পন্সর হয়েছিল এ ইলেট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আগেই বিসিবির টাইটেল স্পন্সরশিপ স্বত্ব কিনে রেখেছিল এক্সিওম  টেকনোলজিস। তাদের কাছ থেকেই এ স্বত্ব কিনলো ওয়ালটন। গতকাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, মার্সেলের এডিশনাল ডিরেক্টর মতিউর রহমান, এক্সিওমের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান বিন ফারুক ও বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

প্রায় ৯ বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে আসছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে সব রকম প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ। ঈদের ছুটির পর খুব বেশি সময় বিশ্রামেরও সুযোগ পাবেন না জাতীয় দলের ক্রিকেটাররা।

কারণ, ২৮শে সেপ্টেম্বর স্টিভেন স্মিথের নেতৃত্বে ঢাকায় আসবে অস্ট্রেলিয়া দল। ৩-৫ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী  স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। ৯-১৩ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী  স্টেডিয়ামে। ১৭-২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও  শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এর আগে  ২০০৬ সালে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসেছিল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। সেবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ও দ্বিতীয় টেস্ট খেলে চট্টগ্রামে।
Leave a Reply

Your email address will not be published.