বাংলাদেশের টার্গেট ৩২৩ রান

0

স্পোর্টস ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : বাংলাদেশ ‘এ’ দলকে ৩২৩ রানের টার্গেট দিয়েছে ভারতের ‘এ’ দল। টস হেরে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ভারত ‘এ’ দলের পক্ষে সানজু স্যামসন (৭৩) ও গুরকিরাত সিং(৬৫)রান করেন।

বাংলাদেশের ‘এ’ দলের বোলারদের মধ্যে শফিউল ইসলাম ২টি, নাসির হোসেন ২টি, তাসকিন ১টি ও আরাফাত সানি ১টি করে উইকেট নেন।

বুধবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ভারতীয় ‘এ’ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক। সফরকারীদের বোলিংয়ের শুরুটাও বেশ ভালোই হয়। ৫১ রানের মধ্যেই ভারতীয়দের ২ উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা।

দলীয় ৪৪ রানে ওপেনার উন্মুক চাঁদকে বিদায় করেন পেসার তাসকিন আহমেদ। উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসবন্দি হন ১৬ রান করা চাঁদ। স্কোরবোর্ডে আর ৭ রান যোগ হতেই মণিষ পান্ডেকে (১) সাজঘরের পথ দেখান আরেক পেসার শফিউল ইসলাম। পান্ডেও ওই লিটনের গ্লাভসে ধরা পড়েন।

এরপর দলীয় ৭৬ রানে সুরেশ রায়নাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে বিদায় করেন নাসির হোসেন। রায়নার ব্যাট থেকে আসে ১৬ রান। দলীয় ওই ৭৬ রানেই কেদার যাদবকে রানআউট করেন নাসির।

৭৬ রানেই ৪ উইকেট হারানোর পর সানজু স্যামসনকে নিয়ে প্রতিরোধ গড়েন একপ্রান্ত আগলে রাখা আগারওয়াল। তবে আগারওয়ালকে ফিরিয়েই ৪৯ রানের জুটি ভাঙেন নাসির। সৌম্য সরকারের হাতে ধরা পড়েন ৫৬ রান করা আগারওয়াল।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন, এনামুল হক, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, আরাফাত সানী, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।

ভারত ‘এ’ দল: উন্মুখ চাঁদ (অধিনায়ক), মানাক আগারওয়াল, মণিষ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সানজু স্যামসন, কর্ণ শর্মা, অরবিন্দ শ্রীনাথ, ধাওয়াল কুলকার্নি, রুশ কালারিয়া ও গুরকিরাত সিং মান।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',