পাবনা, ১০ অক্টোবর : পাবনার আতাইকুলায় চোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সড়াডাঙ্গী কাজিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ভোর ৪টার দিকে ১০-১২ জনের একদল চোর সড়াডাঙ্গী কাজিয়াপাড়া গ্রামে ঢুকে গরু চূরির চেষ্টা করে। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে তিনজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও একজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ছাড়া আহত ব্যক্তিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছ। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি নূরে আলম।