পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ইংল্যান্ড

0

স্পোর্টস ডেস্ক, ১০ সেপ্টেম্বর : পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে আইসিআরসি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটের শিরোপা জিতলো ইংল্যান্ড। ১৭৬ রানের টার্গেটে ১৫৬ রান করে পাকিস্তান।

বিকেএসপিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দলকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার। ২৮ বলে ৪০ রান করেন গর্ডন লেইডওয়ান। অপর ওপেনার অ্যালেঙ হ্যামন্ডের ব্যাট থেকে আসে ৩০ রান।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান করে ইংল্যান্ড।  জবাবে, শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ১৫৬ রানের বেশি করতে পারেনি তারা। পাঁচ জাতির এই আসরে তৃতীয় হয়েছে বাংলাদেশ।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',