স্পোর্টস ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে ভারতীয় ‘এ’ দল। নাসির হোসেন ২টি, তাসকিন ১টি ও শফিউল ইসলাম ১টি করে উইকেট নেন। এছাড়া চতুর্থ উইকেট জুটিতে জাদবকে রান আউট করেন নাসির হোসেন।
বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কখনো কোনো ম্যাচ খেলেনি। আজ বুধবার ভারতের অন্যতম সেরা এই ক্রিকেট মাঠেই সুরেশ রায়নার ভারতীয় ‘এ’ দলের মুখোমুখি হয়েছে মুমিনুল হকের বাংলাদেশ ‘এ’।
আন-অফিশিয়াল এই ওয়ানডে ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ ‘এ’।
শুরুটা কিন্তু মোটামুটি ভালোই করেছিল ভারতীয় ‘এ’ দল। মৈনাক আগারওয়াল ও উন্মুক্ত চাঁদ স্কোরবোর্ডে তুলে দিয়েছিলেন ৪৪ রান। কিন্তু এর পরপরই আঘাত হানেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। উইকেটের পেছনে লিটন দাসের হাতে এই দুজনের বলেই ক্যাচ দেন উন্মুক্ত চাঁদ ও মনীশ পান্ডে।