ধোনির নেতৃত্বেই সামনের সিরিজ খেলছে ভারত

0

স্পোর্টস ডেস্ক, ২১ সেপ্টেম্বর : সব জল্পনা-কল্পনার অবসান হলো অবশেষে। ধোনিকে নেতৃত্বে রেখেই রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-২০ ও প্রথম তিন ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া (বিসিসিআই)। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দেশের মাটিতে লড়াইয়ে নামছে ভারত।

টেস্টে বিরাট কোহলি অধিনায়ক এবং ধোনির অবসরের পর সামনের টি-২০ ও ওয়ানডে সিরিজেও কোহলিকে নেতৃত্বে আনার সম্ভাবনার কথা শুনা যাচ্ছিল। রোববার ঘোষিত দল বিষয়ে প্রধান নির্বাচক সন্দীপ পাতিল বলেন, ‘আমরা ওডিআই অধিনায়কত্ব বিষয়েও আলোচনা করেছি। তবে ধোনিকে নিয়েই সন্তুষ্ট আছেন নির্বাচকরা।’

জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থাকা বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, অমিতাভ রাইডু, সুরেশ রায়না, মোহিত শর্মাও আছেন দুই ফরম্যাটের দলে।

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাঞ্জাবের অলরাউন্ডার গুরকিরাত সিং। বাংলাদেশ ও দলের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছেন গুরকিরাত। অপরদিকে টি-২০তে অনেকটা অপ্রত্যাসীতভবেই ডাক পেয়েছেন কর্ণটকের পেসার শ্রীনাথ অরবিন্দ। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও পেসার ধাওয়াল কুলকারনি বাদ পড়েছেন। দুই ফরম্যাটের দলেই ফিরেছেন লেগ স্পিনার অমিত মিশ্র। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার শেখর ধাওয়ান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘোষিত দলই সামনের মার্চে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ পর্যন্ত থাকছে বলে জানিয়েছেন বিসিসিআইর সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর। সূত্র: হিন্দুস্তান টাইমস

Share.
মন্তব্য লিখুনঃ

 

',