স্পোর্টস ডেস্ক, ১১ সেপ্টেম্বর : ভিনগ্রহের তারকা খ্যাত আর্জেন্টিনাইন তারকা ফুটবলার লিওনেল মেসি দ্বিতীয় ছেলে সন্তানের বাবা হয়েছেন।
শুক্রবার মেসির প্রেমিকা আন্তোনেল্লার কোল জুড়ে আসে ছেলে শিশু। ছেলের নাম রাখা হয়েছে বেঞ্জামিন।
এর আগে বৃহস্পতিবার আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচে (বলিভিয়ার বিরুদ্ধে ২টি ও গোল্ড কাপ চ্যাম্পিয়নশীপে মেক্সিকোর বিরুদ্ধে ১টি গোল করেন) অংশগ্রহণ শেষে বার্সার অনুশীলনে যোগ দেন বার্সা স্ট্রাইকার মেসি।
তবে সন্তান পৃথিবীতে আসছে জেনে অনুশীলন ক্যাম্প থেকে অনুমতি নিয়ে প্রেমিকার কাছে ছুটে যান তিনি।
বাল্যকালের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে মেসি একই ছাদের নিচে আছেন ২০০৮ থেকে। মাত্র ৫ বছর বয়স থেকে তারা একে অপরের পরিচিত। এ ভালোলাগা ও ভালোবাসার পথ ধরে মেসি-রোকুজ্জোর প্রথম সন্তান থিয়াগোর জন্ম হয় ২০১২ সালে।