চট্টগ্রাম, ১ অক্টোবর : হজ পালন শেষে নির্ধারিত সময়ের ১৬ ঘণ্টা পর দেশে ফিরেছেন ৪০৭ জন হাজি। আজ বৃহস্পতিবার ৯টা ৪০ মিনিটে তাদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
ওই হাজিদের গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার পর চট্টগ্রামে অবতরণের কথা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক শাহ আমানত বিমানব্ন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ১৫ ঘণ্টা বিলম্বের ফলে হাজিদের অনেক ভোগান্তির শিকার হতে হয়।