তিন বাংলাদেশীসহ নিহত ৬৫০ হাজির ছবি প্রকাশ

0

ঢাকা, ২৭ সেপ্টেম্বর : সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে ৬৫০ জনের ছবি প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। এরমধ্যে বাংলাদেশি হাজি রয়েছেন তিনজন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।

নিহত তিন বাংলাদেশি হাজি হলেন- খুলনার শহিদুল ইসলাম, ঢাকা সাভারের আমিনুর রহমান ও অজ্ঞাত একজন, যার নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

বিবৃতিতে বলা হয়, এছাড়া ফিরোজা খানম নামে বাংলাদেশি এক নারী হাজি পদদলিত হয়ে নিহত হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু সৌদি সরকার প্রকাশিত ছবির মধ্যে তাকে খুঁজে পাওয়া যায়নি।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, কতজন বাংলাদেশি হাজি নিখোঁজ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত বাকিদের ছবি সৌদি সরকার আজ বা কাল প্রকাশ করতে পারে বলে এতে বলা হয়।

উল্লেখ্য, সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা বেড়ে হয়েছে ৭৬৯ জন।

এছাড়া গত বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩৪ জন, যাদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন।

হজের আনুষ্ঠানিকতার শেষ দিকে  মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের সময় পদপিষ্ট হয়ে হতাহতের ওই ঘটনা ঘটে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',