বাংলাদেশ ‘এ’ দল ১৫৮ রানে অলআউট

0

স্পোর্টস ডেস্ক, ২২ সেপ্টেম্বর : ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারার পর তিন দিনের ম্যাচেও শুরুটা ভালো হয়নি মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দলের।  প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ১৫৮ রান সংগ্রহ বাংলাদেশ ‘এ’ দল।

মঙ্গলবার ভারতের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষে তিন দিনের ম্যাচ শুরু হয় সকাল সাড়ে ১০টায়।

কর্ণাটকের হয়ে প্রসিদ কৃষ্ণ চারটি উইকেট লাভ করেন। মূলত তার বোলিং তোপে পড়েই ব্যাকফুটে বাংলাদেশ ‘এ’ দল।

মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১ রান তুলতেই রনি তালুকদার ও মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। শুরুতেই দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে পড়া বাংলাদেশ আর প্রতিরোধ গড়ে তোলতে পারেনি। প্রসিদ কৃষ্ণের বোলিং তোপে পড়ে মাত্র ৪১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ব্যাট হাতে ব্যর্থ হন রনি তালুকদার, এনামুল হক বিজয়, মুমিনল হক, সৌম্য সরকার ও নাসির হোসেন সবাই-ই। এদের মধ্যে রনি তালুকদার ও সৌম্য সরকার তো রানের খাতাই খুলতে পারেননি। এনামুল (৫), মুমিনুল (১) ও নাসির (৮) কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

৪১ রানে পাঁচ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে লিটন দাস ও শুভাগত হোম মিলে প্রতিরোধ গড়ে তোলেন। তবে দলীয় ৭৬ রানের মাথায় ব্যক্তিগত ৫০ রান করে লিটন দাস ফিরে গেলে ফের বিপদে পড়ে মুমিনুল হকের দল।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, সৌম্য সরকার, লিটন কুমার দাস, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজিব, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বির, ও আল আমিন হোসেন।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',