ঢাকা, ৯ অক্টোবর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে।
প্রথম দিন অনুষ্ঠিত হবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) জানা যাবে।