স্পোর্টস ডেস্ক, ৩ অক্টোবর : প্রয়াত বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার নামে সিএবি-র ক্রিকেট লিগ করার ভাবনা৷ এজন্য ডালমিয়ার নামে একটি ফাউন্ডেশন গঠন করার কথাও বিবেচনা করা হচ্ছে৷ পরবর্তী ওয়ার্কিং কমিটির বৈঠকে এ-নিয়ে আলোচনা হওয়ারও সম্ভাবনা৷
শুক্রবার প্রয়াত বোর্ড প্রেসিডেন্টের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ সিএবি কর্তারা৷ অনুষ্ঠানে ছিলেন বোর্ডকর্তা রত্নাকর শেট্টিও৷ সৌরভের সঙ্গে বেশ কিছুক্ষণ তার কথাবার্তাও হয়৷ রবিবার বিসিসিআইয়ের এসজিএমে শশাঙ্ক মনোহরের সম্ভাব্য নির্বাচন নিয়েই দু’জনের মধ্যে কথাবার্তা হয়েছে বলে বোর্ডসূত্রে খবর৷