স্পোর্টস ডেস্ক, ২ অক্টোবর : ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলতি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯৯ রান সংগ্রহ করেছে ভারত। শুক্রবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের ধর্মশালায় ম্যাচটি শুরু হয়।
ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছে রোহিত শর্মা। দলের পক্ষে সর্বোচ্চ ১০৬ রান করেন রোহিত। মাত্র ৩ রান করে শিখর ধাওয়ান আউট হলেও রানের গতি বাড়িয়ে নিয়ে যায় রোহিত ও কোহলি। এ ছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন বিরাট কোহলি।
এই ম্যাচে অভিষেক হয়েছে কর্নাটকের বোলার শ্রীনাথ অরবিন্দর।
ভারত : শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রায়ডু, অক্ষর পটেল, অশ্বিন, ভুবনেশ্বর, মোহিত শর্মা ও অরবিন্দ।
দক্ষিণ আফ্রিকা : এ বি ডেভিলিয়ার্স, হাসিম আমলা, এফ ডু প্লেসিস (অধিনায়ক), মিলার, বেহারদিয়েন, মোরিস, রাবাদা, অ্যাবোট, লাঙ্গে ও ইমরান তাহির।