স্পোর্টস ডেস্ক, ১ অক্টোবর : টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আজ প্রথম ওয়ানেডেতেও জয়ের ধারা অব্যাহত রাখল আজহার আলী শিবির। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৩১ রানে হারিয়েছে সফরকারীরা। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান দল।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৭৫ রান করেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ইমাদ ওয়াসিম ৬১, সরফরাজ আহমেদ ৪৪, শোয়েব মালিক ৩১ রান করেন।
টপঅর্ডারের আজহার আলী (১১), আহমেদ শেহজাদ (১২) ও মোহাম্মদ হাফিজের (১০) ব্যাট সেভাবে হাসেনি। জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেট নেন পানিয়াঙ্গারা, জঙ্গে, ক্রেমার ও নিম্বু।
২৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের ঘূর্ণিজাদুতে ছন্দ হারায় জিম্বাবুয়ে। ইয়াসির শাহ ও শোয়েব মালিকের ভয়াল স্পিনে ১২৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। তখন আরো ১৩ ওভারের খেলা বাকি ছিল।
দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন শন উইলিয়ামস। এছাড়া অধিনায়ক চিগুম্বুরা ২২, সিকান্দার রাজা ১৯, চারি ১৬, মাসাকাদজা ১৫, চিভাভা ১২ রান করেন। বাকিরা কেউই দুই অংকের ঘর ছুঁতে পারেননি।
পাকিস্তানের হয়ে নয় ওভারে ২৬ রান দিয়ে ৬টি উইকেট শিকারে ম্যাচসেরা হন ইয়াসির শাহ। শোয়েব মালিক নেন ৩টি উইকেট। এক উইকেট পান ইমাদ ওয়াসিম।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী শনিবার। তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর সোমবার।