ঢাকা, ১৫ সেপ্টেম্বর : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন রোববার জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির আমন্ত্রণে প্রেস ক্লাব পরিদর্শন করেছেন। এ সময় ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী তৃতীয় তলার ভবন নির্মাণসহ ক্লাবের সার্বিক উন্নয়নে সহায়তা কামনা করে মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন। এর আগে মন্ত্রী জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।
এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমানুল্লাহ কবির, মনজুরুল আহসান বুলবুল, সাইফুল আলম, শ্যামল দত্ত, আমিরুল ইসলাম কাগজী, মোল্লা জালাল, ইলিয়াস খান, আশরাফ আলী, সরদার ফরিদ আহমদ, শামসুল হক দূররানী, হাসান আরেফিন ও শামসুদ্দিন আহমেদ চারু।
মতবিনিময় শেষে মন্ত্রী ও সচিব ক্লাবের তৃতীয় তলাসহ ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।