জন্মদিনে কেটের অদ্ভূত আবদার

0

বিনোদন ডেস্ক, ২ অক্টোবর : জন্মদিন সবার কাছেই একটা বিশেষ দিন। প্রিয়জনের কাছে তাই আবদারটাও থাকে বিশেষ কোন গিফটের। স্বর্ণালংকার, গাড়ি, মোবাইলের মত দামী জিনিসের পাশাপাশি সুন্দর কোন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার আবদার তো থাকেই। কিন্তু জন্মদিনে কি কেউ প্রেশার কুকার গিফট চাইতে পারে? অবশ্যই পারে। এমন অদ্ভূত আবদারই তো করে বসলেন ‘টাইটানিক’ খ্যাত তারকা অভিনেত্রী কেট উইন্সলেট।

আগামী ৫ অক্টোবর ৩৯টি বসন্ত পেরিয়ে ৪০ এ পা দিতে চলেছেন কেট। আর বিশেষ এ দিনটিতে সহশিল্পী মাইকেল ফাসবেন্ডারের কাছে তাঁর আবদার মামুলি একটা প্রেশার কুকার। কেটের এই আবদার শুনে তো অবাক ফাসবেন্ডার।

প্রেশার কুকার চাওয়ার অবশ্য সুস্পষ্ট কারণও ব্যাখ্যা করেছেন টাইটানিক সুপারহিরোইন। বললেন, ‘হাড়ের বিশেষ ধরণের এক স্যুপ রান্না হবে প্রেশার কুকারে। কুচি করা রসুন ও শাক-পাতা দিয়ে প্রেশার কুকারে ১২ ঘণ্টা সেদ্ধ করতে হবে সেই হাড়। ব্যস, তৈরি হয়ে যাবে পুষ্টিকর হাড়ের স্যুপ। বিশেষ এ স্যুপ নিয়মিত খেলে দূর হবে শরীরের নানা ঝামেলা। বয়সও দেখাবে অনেক কম।

বিশেষ এ স্যুপের রেসিপির কথা শুনেই জিভে জল মাইকেল ফাসবেন্ডারের। তাইতো সহশিল্পীর সামান্য আবদার মেটাতে খুশিতেই রাজি হয়ে গেলেন প্রেশার কুকার কিনে দিতে। তবে কেটের কাছে আছে তাঁরও একটা আবদার। হাঁড় দিয়ে তৈরি বিশেষ ওই স্যুপ বানিয়ে খাওয়ালেই নাকি মিলবে প্রেশার কুকার।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',