চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ নিহত

0

কুমিল্লা, ১৭ সেপ্টেম্বর : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও নয়জন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় বিস্তারিত পাওয়া না গেলেও তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য বলে জানা গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করা চৌদ্দগ্রাম নওয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নাজিমুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুজাতপুর এলাকায় ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার পাশে উল্টে গেলে মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

বাকিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগ সূত্র জানায়, এ ঘটনায় দগ্ধ ৯ পুলিশ সদস্যকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম জানান, হতাহতদের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যা। তারা অভিযান পরিচালনার জন্য সেোনে গিয়েছিলেন।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',