Search
Friday 7 May 2021
  • :
  • :

চীনে বোমা বিস্ফোরণে নিহত ৫

চীনে বোমা বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, ৭ এপ্রিল : চীনের গুয়াংজুর মিংজিংগ্রামে বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন।

জেমিয়ান নামের একটি সংবাদ ওয়েবসাইট জানিয়েছে, গত ২২ মার্চ এক ব্যক্তি হাতে তৈরির বোমার বিস্ফোরণ ঘটান। এতে তিনিসহ পাঁচজন নিহত হন।

ওয়েবসাইটি একটি ধ্বংসপ্রাপ্ত অফিসের ভিডিও শেয়ার করেছে। এতে দেখা গেছে, দেওয়ালে ছোপ ছোপ রক্তের দাগ। কমপক্ষে দুইজনকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ভিডিওতে।

গুয়াংজু পানিউ সিকিউরিটি ব্যুরো বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে তারা জানিয়েছে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া বিস্ফোরণটিকে ‘নাশকতা’ বলে বর্ণনা করেছে।

অন্যদিকে, সরকার কর্তৃক জোরপূর্বক জমি দখলের কারণে এটিকে চলমান বিরোধের কারণ হিসেবে অনেকে অভিহিত করেছে।

অনেকে দাবি করেছেন, উইঘুরদের ওপর চীনের নিপীড়নের ফলস্বরূপ এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উইঘুরদের দিয়ে জোর করে কাজ করানোয় তাদের মধ্যে প্রচুর ক্ষোভের সৃষ্টি হচ্ছে। চীনজুড়ে সরকারি ভবন এবং কর্মকর্তাদের ওপর আরও হামলা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সমস্ত উইঘুরকে তাদের আওয়াজ তোলার আহ্বান জানানো হয়েছে।

গুয়াংজুতে এটাই প্রথম বিস্ফোরণের ঘটনা নয়। ২০১৩ সালে বৈয়ুন জেলায় জুতো তৈরির গুদামে একই ধরনের বিস্ফোরণে ৪ জন নিহত এবং ৩৬ জন আহত হন।