খালেদা জিয়ার আবেদনের রায় বৃহস্পতিবার

0

ঢাকা, ১৫ সেপ্টেম্বর : দুদকের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা আবেদনের উপর ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চের মঙ্গলবারের কার্যতালিকায় এ দিন ধার্য রয়েছে বলে দেখা যায়।

এর আগে গত ৩০ আগস্ট বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। ওইদিন রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিলেন হাইকোর্ট। গত ৯ এপ্রিল এ মামলাটির কার্যক্রমের স্থগিতাদেশ আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করেন আদালত।

এরপর থেকে শুরু হওয়া রুল শুনানি ও যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন মো. খুরশিদ আলম খান।

শুনানি শেষে যেকোনো দিন রায় দেয়া হবে জানিয়ে রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) করেন আদালত।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',