ক্রিকেটার সিধু হাসপাতালে

0

স্পার্টস ডেস্ক, ৮ অক্টোবর : সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার নভজোৎ সিং সিধুকে স্নায়ুবিক চাপের কারণে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী সিধুকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিধু ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন। সূত্রের তথ্য অনুযায়ী, সিধুর হৃদযন্ত্রের ধমনিতে ব্লক ধরা পরেছে।

সিধু তার হাস্যোজ্জ্বল স্বভাবের জন্য সবার কাছে পরিচিত। সিধু তার অসুস্থতার খবর নিজেই সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করেছেন। তিনি সেখানে নিজের একটি ছবি দিয়ে মজার ছলেই লিখেছেন, অসুস্থ কিন্তু এখনো অপরাজিত। এর সঙ্গে তিনি নিজের একটি ছবিও পোস্ট করেছেন।

৫১ বছর বয়েসি সিধু নিজের অসুস্থতার বর্ণনাও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, প্রাণঘাতী রোগ থেকে সৃষ্টিকর্তার ইচ্ছায় ফিরে এলাম। জীবন ক্ষণস্থায়ী, সবার কাছে দোয়া প্রার্থী। সিধুর শারীরিক অবস্থা সম্পর্কে অ্যাপোলো হাসপাতালের কর্তৃপক্ষ বলেছেন, তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। দ্রুতই তিনি সেরে উঠছেন।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',