কাল ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে

0

স্পোর্টস ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : বাংলাদেশ ‘এ’ দল সোমবার ভারতের বাঙ্গালোরে পৌঁছেছে। ভিসাজটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি কোচ হিথ স্ট্রিক ও ফিজিও ব্রেড হ্যারেপ। সোমবার সকাল ৮টায় বাঙ্গালোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ‘এ’ দলের ক্রিকেটাররা।

আগামীকাল ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবেন মুমিনুলরা। প্রথমে ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না কোচ ও ফিজিও। কাল বিসিবির মিডিয়া কমিটির ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘কোচ ও ফিজিও ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি। ভিসা পেয়ে গেলে দু’একদিনের মধ্যে তারা ভারত যাবেন।

ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দল তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে। আগামীকাল বাঙ্গালুরে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। একই মাঠে ১৮ ও ২০ সেপ্টেম্বর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এরপর ভারতের রনজি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটকের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচ শুরু হবে ২২ সেপ্টেম্বর মহীশূরে। ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় তিন দিনের ম্যাচ ২৭ সেপ্টেম্বর শুরু হবে বাঙ্গালোরে।

বাংলাদেশ ‘এ’ দল : মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, জুবায়ের হোসেন, রনি তালুকদার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',